"" জবাব ""
ইব্রাহিম হোসেন
===========


অশ্লীলতার ভাষা আমার
নাহি কোন জানা,
শোন্ রে পন্ডিত মহাশয়
পন্ডিত জাঁহাপনা।।


চাইনা প্রতিশোধ নিতে
চাইনা দিতে গালি,
চাইনা বহন করিতে ঘাড়ে
অহংকারের ডালি।।


থাকিতে পারে তোর জ্ঞান, বুদ্ধি, বিবেক
আকাশ ছোঁয়া, পাহাড় সমান,
হইতে পারিস নি মানুষ ভবে
পুষিয়া রাখিস মনে হিংস্র প্রাণ।।


থাকিতে পারে তোর কৃতিত্ব
হইতে পারিস কৃতিত্ববান ,
পারিস নি দূরীভূত করিতে
মনের আত্ম গ্লানি বান।।


তোর আছে অনেক ভরি ভরি
সোনা, দানা, ঐশ্বর্য,
ধন্য আমি তবুও জীবনে
যদিও না থাকে মোর প্রাচুর্য।।


তোর আছে ঢের, তাতে আমার
নাই কোন লাভ,
ঢের নিয়া পারবি কি যাইতে গোরে
দেখাস কেন এত ভাব ??


প্রশংসা কর আল্লাহর, যিনি বানিয়েছেন
তোকে জ্ঞানের সাগর,
অধিকার দেননি কখনো তিনি
কাহাকে মারিতে ছুঁড়িয়া পাথর।।


কাহারো মনে যদি কখনও
আঘাত দিয়া থাকিস,
মৃত্যুর আগে তাহার কাছে নিস
ক্ষমা চেয়ে নিস।।


নইলে পরকালেও পাবিনা ক্ষমা তুই
খোদার কাছেও হাত পাতিয়া,
অনুতাপের অনলে মরবি পুড়িয়া
সদা ধুকিয়া ধুকিয়া।।


********************
==================