জেগে উঠো বীর
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ: ৪+৪+১
অন্তমিল : ক+ক,ক+ক 


চারিদিকে হত্যা-ধর্ষণ ভাই,
হাহাকারে চিৎকার শান্তি নাই।
নির্ভীক চিত্তের মানবতা চাই,
ঐক্যের শৃঙ্খল কোথা বলো পাই?


চুপচাপ লুটপাট হায়েনারই দল,
সম্পদ লুন্ঠন করে নানা ছল।
ঝটপট চল্ সব বুকে বেঁধে বল,
রক্তের বন্যায় বহিছে যে ঢল।


ঐক্য শান্তির কবে হবে জয়,
দুঃখ-কষ্টের হবে নাকি লয়?
দুর্বল লোকজন অসহায়ে রয়,
কান্নার বন্যা আঁখি জলে বয়।


ওই দৃঢ়্ প্রত্যয় সমুখেতে যাও,
অধিকার সব, ছিনিয়ে তা নাও।
দুর্গম দুর্জয় গিরিপথে ধাও,
সুখ আর শান্তি ঘরে ফিরে দাও।


আর করো না,কভু নতো শির,
প্রতিবাদে জেগে উঠো বীর।
ছুড়ে মারো বৈরী বুকে তির,
অবিচারে আর থেকো না ধীর।
================


প্রবাসীর আর্তনাদ
ইব্রাহিম হোসেন


প্রবাস জীবন সুখের জীবন
সত্য কথা নয়,
এমন কথা দেশ-সমাজে
নানান লোকে কয়।


প্রবাস মানে কষ্টে গড়া
সাধের জীবন ভাই,
অর্থ আছে আপন স্বজন  
কেউ তো কাছে নাই।


অর্থকড়ির নেইকো অভাব
খাওয়ার পরার সুখ,
মা ও বাবা, বাচ্চা বিবির
যায় না দেখা মুখ।


একটি নজর দেখার তরে
ঝরে চোখের জল,
সান্ত্বনাতে বুঝিয়ে এ মন
থাকি অবি'চল।


কেউ বুঝে না মনের ব্যথা
রক্ত ক্ষরণ হয়,
চাই না আমি প্রবাস জীবন
হোক না দেশে ক্ষয়।
===========