জীবন ধামে ঝড়
মোঃ ইব্রাহিম হোসেন


অভাব দুখী নয় তো সুখী
কষ্টে কাটে দিন,
দুখের তরে অশ্রু ঝরে
শোধিত নয় ঋণ।


ক্ষুধার জ্বালা মুখটা কালা
মলিনে রয় মুখ,
এমন লোকে নিত্য শোকে
দেয় না ধরা সুখ।


পোড়া কপাল দিবা সকাল
হস্ত থাকে খালি,
গায়ের জামা হয় না বানা
লুঙ্গিটাতে তালি।


এমনি করে জীবন ভরে
কাটে বছর মাস,
শিক্ষাতে না দীক্ষাতে না
কর্ম জ্ঞানও নাশ।


ঝরছে পাতা জীবন খাতা
ধুধু বালুর চর,
এতিম যারা সর্বহারা
জীবন ধামে ঝড়।