জীবনের শেষ গল্প
মোঃ ইব্রাহিম হোসেন  (০৬-১০-২০২২)


টিকটিক করে ভাই দিন ক্ষণ চলে যায়
সময়টা খুব অল্প,
কি জানি কখন হায় যম এসে পাশে কয়
জীবনের শেষ গল্প।।
দু'দিনের দুনিয়ায় আজ আছো কাল নাই,,
মানবের আয়ু স্বল্প,
জীবনের শেষ গল্প।।


আছে বাড়ি আছে গাড়ি সুন্দরী ঘরে নারী
সব কিছু হয়ে যাবে পর,
মৃত্যুর কোলে তুমি এ পৃথিবী মরুভূমি
কাঁপিবে ভয়ে থরথর।।
কাঁড়ি কাঁড়ি অর্থ বুঝিবে যে স্বার্থ,,
ইতিহাসে হবে জল্প,
জীবনের শেষ গল্প।।


মা ও বাবা ভাই বোন যত হোক সে আপন
যাবে না সাথে কেহ তবো,
যত জ্ঞানী মহা দামি তুমি বলো কিবা আমি
একাকী কবরে রবো।।
করবো না পাপ কভু আর কোনদিন প্রভু,,
এই হোক সংকল্প,
জীবনের শেষ গল্প।।
===================


শুক্রবারের দিন
মোঃ ইব্রাহিম হোসেন


শুক্রবারের দিন
            সালাম সবাই নিন,
মুমিনগণের ঘর
              মসজিদে নাই ডর।


দীন ধনী সবে সম
              এক স্বর এক দম,
সুমহান সেই রব
              তাঁর শানে কলরব।


সব আগে সেথা গেলে
              অধিক সওয়াব মেলে,
এই আশা তাই মনে
              ছুটে চলে জনে জনে।


নামাজ কালাম পড়ে
                কোরআন বুকে ধরে,
ঈদের মতোই খোশ
            হারায় মনের রোষ।


ঈদ ঈদ আজ ঈদ
              চোখে নাই কারো নিদ,
নিতে এই রব নাজ
            ছুটে যাই ফেলে কাজ।
=======<==<><<<=>>====


বিদায় বন্ধু বিদায়
মোঃ ইব্রাহিম হোসেন


আসসালামু আলাইকুম আজ  
বিদায় নিলাম ভাই,
তোমার প্রতি দুঃখ ও  তাপ
কিছুই আমার নাই।


একটা কথা জেনে রেখো
মনোযোগের সন,
থাকলে মুখে মিষ্টি হাসি
হয় না উদার মন।


জেনে গেছি তোমার মনে
আছে বিষ্ঠা রস,
বিশ্বসেরা অলরাউন্ডার
থাকুক যতই যশ।


ভালোবেসে দিলাম তোমায়
এই অন্তরে ঠাঁই,
কেনো রে ভাই কোন্ দোষে হায়
মারলে বিষের ঘাই ?


বলবো তবুও ভালো থেকো
থাকুক তোমার সুখ,
বিদায় জানাই বন্ধু তোমায়
দেখবো না আর মুখ।
===============