জ্যোৎস্না রাতে  (সেই তুমি নেই আজ)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-০৭-২০২৪ ইং

রাত এসেছে চাঁদ হেসেছে
কই স্বজনী তুমি ?
প্রেমাবেগে একলা জেগে
কল্পনাতে চুমি।

চাঁদনি রাতে পরীর সাথে
চলবো দু'জন পথে,
কথার ছলে জ্যোৎস্না জলে
ঘুরবো গগন রথে।

প্রণয় বাটে নদীর ঘাটে
ভাবনা বিভোর মনে,
ছইয়ের নায়ে দখিন বায়ে
গাইবো একই সনে।

আমি তোমার তুমি আমার
রাজ-মহলের রানি,
নদীর কূলে গোলাপ ফুলে
প্রেমের দানা-পানি।

তারার মেলা মেঘের ভেলা
চাঁদের কাছা'কাছি,
রাতের লগন দু'জন মগন
একটু নাচা'নাচি।

এই তো আশা ভালোবাসা
মনের লেনা'দেনা,
পাগলপারা এ মন হারা 
অচিন পাখি চেনা।