যৌতুক প্রথা
মোঃ ইব্রাহিম হোসেন


ছেলের বাবা বায়না ধরে
যৌতুকেরই তর,
মেয়ের বাবার অশ্রু ঝরে
পরাণে তার ডর।


একটা গাড়ি,একটা বাড়ি
বাইক নেবার চায়,
কন্যা ঘরে মা ও বাবার
হাত কপালে হায়!


ক্যামনে দিবে কন্যা বিয়ে
মুখটা মলিন তার,
ছেলের বাবার গোসসা মনে
মুখ করে তার ভার।


টাকার কারণ দুঃখ ধারণ
হয় না বিয়ে আর,
গরিব লোকের দুঃখ শোকের
জীবনই ছার'খার।


যৌতুক প্রথা দূর করা চাই
দেশ সমাজে ভাই,
এই অভিশাপ খুব বড়ো পাপ
শান্তি তাতে নাই।