যৌতুকের কারণ
ইব্রাহিম হোসেন


কষ্ট করে বাবা মায়ে জন্ম দিলো কন্যা,
স্বপ্ন চোখে ঠোঁটে হাসি খুশি কত বন্যা।
মেয়ে  হবে বড় ভবে মনে আশা কত,
প্রার্থনাতে প্রভু দ্বারে করে মাথা নত।


মাঠে-ঘাটে কাজ করে বাবা বড় দুখী,
সারি সারি মনে আশা কন্যা হবে সুখী।
ঘাম ঝরে পরিশ্রমে কষ্ট কত বুকে,
পরিবারে খাদ্য দিয়ে অনাহারে ধুঁকে।


কষ্ট সাধনাতে বাবা কন্যা বড় করে,
বিধির দেওয়া নিয়ম যাবে পর ঘরে।
হাজার কষ্ট বাবার যৌতুকের টাকা,
ক্যামনে দিবে এতো টাকা শূন্য ঘর ফাঁকা?


বাবার মাথায় পড়ে গগনের বাজ,
চিন্তা মনে কোথা পাবে কন্যা বিয়ে সাজ
নামাজেতে কাঁদে বাবা এটা অভিশাপ,
প্রভু বলো করেছি যে আমি কোন পাপ?


কেনো মোর ঘরে তুমি কন্যা দিলে বলো
যৌতুকের কারণে যে অশ্রু টলোমলো।
কোথা পাবো এতো টাকা কন্যা বিয়ে দিতে?
বিনয় করি মাওলা গো এই প্রাণ নিতে।