যুদ্ধে যাবো
ইব্রাহিম হোসেন


চলবো মোরা নবীর পথে
দুশমনেরই ডরি না,
যাচ্ছি মাগো যুদ্ধ রথে
তরবারিটা ধরি মা।


জীবন পণে করবো লড়াই
রাসূল পাকের সম্মানে,
বাঁচলে গাজি মরলে শহীদ
বিশ্বে রবো অম্লানে।


সব অপমান সইতে পারি
প্রিয় নবীর পারবো না,
কশম করে বলছি মাগো
শত্রু সেনা ছাড়বো না।


শক্ত হাতে মুষ্টি ধরে
করবো ঘায়েল শয়তানে,
শেষ বিন্দু ঐ রক্ত দিয়েও
যুদ্ধে রবো ময়দানে।


দেশ বিদশের বৈরী নবীর
থাক্ না ওরে সাবধানে,
আসছি মোরা জবাব দিতে
করতে বিনাশ তীর বাণে।


দ্বীন ইসলামের ঐ পতাকা
উড়াবো নীল আকাশে,
সুবাস নিবে বিশ্ববাসী
নবীর ঘ্রাণের বাতাসে।


দ্বীনের পথে শহীদ হতে
নাই দ্বিধা আর নাই যে ডর,
দাও বিদায় মা শেষ জীবনে
যাচ্ছি রণে রাসূল তর।
=============


রাসূল প্রিয়ো'জন
ইব্রাহিম হোসেন


জন্ম নিলে মরণ হবে জেনে রেখো সব
যিঁনি তোমায় জীবন দিলেন তিঁনিই তোমার রব।
মনে প্রাণে তাঁর ডাকে
সাড়া দিয়ে যাও তাঁকে,
তিঁনি ছাড়া দয়ার সাগর আর যে কেহো নাই
তিঁনিই মোদের সৃষ্টিকারী স্রষ্টা মালিক সাঁই।


কোরআন পড়ো হাদিস পড়ো চলো রাসূল পথ
শান্তি পাবে দো-জাহানে পাবে স্বর্গ রথ।
কোরআন বিধান মানলে জয়
জীবন ভবে সুখের হয়,
শয়তানেরা ভয়ে থাকে ঝরায় চোখের জল
ক্যামনে পাবে মুমিন বান্দা দিতে নরক তল।


বাঁচতে হলে খেতে হবে খাদ্য ধরার মাঝ
তেম্ নি করে ডাকতে হবে প্রভু সকাল সাঁঝ।
জীবন বিলাও প্রভুর তর
আল্লাহ্ নামের তুলো ঝড়,
শীতল হবে শান্তি পাবে হৃদয় মাঝে মন
চিন্তা করো ধ্যান ধারণায় রাসূল প্রিয়ো'জন।
======================