যুগল রম্য
ইব্রাহিম হোসেন
কোসপো বিসতা


ছেলে:-


প্রথম যেদিন দেখি তোমায়
ঐ কবিতার আসর,
জাগলো মনে ভালোবেসে
গড়বো প্রেমের বাসর।


মেয়ে :-


আজ যে আমি তাহার তরে
ভালোবাসায় বন্দি,
অন্যকে মন দিবো নাহি
আঁকুক যতোই ফন্দি


ছেলে:-


কাহার কথা বলছো ওগো
জানি না যে প্রিয়া,?
জীবন যৌবন সঁপে দিলাম
ভালোবাসা দিয়া।


মেয়ে :-


যাহার জন্য আমার আমি
রইছি বন্দি করে,
টুপুর মাথায় দিয়ে নওশা
আসবে মনের ঘরে।


ছেলে:-


খোলামেলা বলো ওগো
শুনতে আমি চাই,
তোমায় ছাড়া অন্য কোথাও
ক্যামনে বলো যাই?


মেয়ে :-


চাঁদনী রাতে তাহার সাথে
প্রথম হবে দেখা,
তাকে নিয়ে কতো কাব্য
হইছে আমার লেখা।


ছেলে:-


মনে মনে আর থেকো না
যাও না প্রকাশ করে,
চিরদিনই রাখবো তোমায়
বুকের মাঝে ধরে।


মেয়ে :-


প্রেমের ছোঁয়া লাগবে মনে
দুটি মনের সুরে,
আদর ভালো'বাসায় দুজন
থাকবো চাদর মুড়ে।


ছেলে:-


এসো প্রিয়া হাতটা ধরো
নাও না তোমার বুকে,
নইলে আমি প্রেমের জ্বরে
মরবো ধুকে ধুকে।


মেয়ে :-


স্বপ্ন আমার তোমায় নিয়ে
শুনছো হে বর'পাখি,
মিষ্টি ভাষায় ভালোবাসায়
প্রিয় আমি ডাকি।


ছেলে:-


তোমার ডাকে সাড়া দিলাম
দাওয়াত করো কাজী,
তোমার কারণ এলেও মরণ
মরতেও  আমি রাজি।


মেয়ে :-


এমন কথা বলো নাগো
দোহাই লাগে প্রিয়ো,
চাই না তোমার মরণ কভু
ভালোবাসাই দিয়ো।
💝💝💝💝💝💝