কাবা ঘর
ইব্রাহিম হোসেন
বর্ণবৃত্ত (৮+১০)


ওই কাবা ঘর কালো
তবু দেখতে সব'সে ভালো  
পৃথিবীর মাঝখানে
করছে দেখো ভুবন আলো।


কাবাই সবার প্রাণ
ভালোবাসে কাবা ঘর সব
চারিদিকে মানুষেরা
পাপ মোচনে ডাকে যে রব।


মুমিন সকল ভাই
নামাজেতে সিজদাহ্ রত
মনেরই গ্লানি তাই
করতে মোচন মাথা নত।


পাপী তাপী যত আছে
পাপের ক্ষমার প্রার্থনাতে
কাবা কাছে কান্না করে
দুই হাত তুলে মোনাজাতে


পূত পবিত্র ও ঘর
রহমত করে নাজিল প্রভু
কাবা ঘর ওগো বিধি
না যাই যেনো ভুলে তা কভু।