"কবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন"
         ইব্রাহিম হোসেন
==================
কবিতার কবিদের দিয়ে যাই মান,
জ্ঞানী-গুণী যত সব কবিতার প্রাণ।
চিরদিন রয়ে যাবে স্মৃতি অম্লান,
কবিদের সম্মানে গেয়ে যাই গান।
প্রেম আছে, প্রীতি আছে, আছে ভালোবাসা,
দুঃখ ভুলে আছে, বেঁচে থাকার আশা  ।
শান্তনা  পাওয়া যায় কবিতার বনে ,
ভালবাসি কবিদের তাই মনে-প্রাণে ।
কবিতার আসরে আছে যত কবিগণ ,
সততার বাণীতে ভরা মিষ্টি বচন ।
বিরহ মনে যদি কাঁদে কোন জন ,
শান্তনা দেওয়ার কেউ থাকে না আপন।
কবিদের মাঝে এসে পাবে গো তখন,
অনুপ্রেরণায় ভবে বাঁচার স্বপন ।
কষ্ট ভুলে গিয়ে হেসে উঠে মন ,
কবিদের করে যাই শ্রদ্ধাভাজন ।
হিন্দু,মুসলিম নাই কোন ভেদাভেদ ,
একই সারিতে রই ভুলে সব বিভেদ ।
কবিদের আচরণে হয় মুগ্ধ সমাজ,
নিন্দুকেরা হয়ে যায় কখনো নারাজ।
কবিদের কবিতায় প্রাণের স্পন্দন  ,
গভীর শ্রদ্ধায় করি শ্রদ্ধা নিবেদন ।


সকল কবিদের প্রতি উৎসর্গকৃত কবিতা
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ❤কবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤


বি:দ্র:- প্রিয় কবি
"মার্শাল ইফতেখার আহমেদ' এর "ইব্রাহিম" কবিতার অনুপ্রাণিত  মন্তব্যে অনুপ্রাণিত হয়ে এই কবিতার আবির্ভাব।  অনেক অনেক শুভকামনা ও নিরন্তর ভালোবাসা রইলো প্রিয় কবির প্রতি।