কাঁচা হাতের কাঁচা লেখা
মোঃ ইব্রাহিম হোসেন


লিখতে গেলে কলম ভাঙে
বলতে গেলে ভাঙে দাঁত,
নামটা নিজের করতে সহি
থরথর করে কাঁপে হাত।


ছোট্ট বলে হেলা করে
অবজ্ঞাতে দেখে সব,
একটু কেঁদে একটু হেসেই
শোক বিরহে জপি রব।


কাঁচা আমার  হাতের লেখা
টিটকারিতে বলে তাই,
আমি নাকি মহাকবি
তুলনা যে আমার নাই।


এইভাবেতেই কাব্য লিখে
চৌদ্দ শত পূর্ণ আজ,
যে যা-ই বলুক যাক না বলে
অবজ্ঞা মোর শিরে তাজ।


লাখো কোটি শোকর গুজার  
করি আমি হাজার বার,
যাঁর দয়াতে লিখতে পারি
প্রশংসা যে সবই তাঁর।


দুঃখ হেলায় পুষি নাকো
এর মাঝে যে শিক্ষা পাই,
কাঁচা হাতের কাঁচা লেখায়
শান্তি খুঁজে পাই'রে ভাই।