১/


কালো ধলোর কারিগর
ইব্রাহিম হোসেন


রূপ দিয়েছেন ওই বিধাতা
অঙ্গ তোমার সাদা,
ভেবো নাকো স্বর্ণে গড়া
দেহ তোমার কাদা।


আজকে যাদের কালো বরণ
করছো তাদের হেলা,
গোমড়ামুখী বলেই হাসো
ভাসাও রঙ্গের ভেলা।


অর্থ টাকা আছে তোমার
সিন্দুকেতে ভরা,
রঙ্গ মেলায় উদ্ভাসিত
নেই জীবনে খরা।


দু'দিন পরে শেষ হবে যে
রূপ যৌবনের খেলা,
চামড়া হবে ঢিলা-ঢালা
থাকবে না সুখ বেলা।


তোমার সুন্দর রূপের জোয়ার
দিলেন ভবে যিঁনি,
গোমড়ামুখী আঁধার কালোর
সৃষ্টিকারী তিঁনি।
================


২/


ঝড় বৃষ্টির দিন
ইব্রাহিম হোসেন


আকাশটা আজ মেঘে ঢাকা
বাদল ঝরে হয় না ফাঁকা
সূর্য মামা কই?
রৌদ্র বৃষ্টি ঝড়ের রেখা
যায় না কভু সূর্য দেখা
ঝড় এলোরে ওই।


ডিঙি নায়ে ওই জেলেরা
নদীর তীরে সব ছেলেরা
চেয়ে চেয়ে রয়,
ঢেউয়ের মাঝে করছে খেলা
ডুবুডুবু ভাসছে ভেলা
মনের ভিতর ভয়।


কালবৈশাখী আসছে ধেয়ে
টাপুরটুপুর বৃষ্টি পেয়ে
বিজলি তাদের সাথ,
বাড়ির সবার মনটা কাঁপে
দোয়া দুরুদ পড়ছে বাপে
ভয়ে সবাই  মাত।  


গুড়ুম গুড়ুম বিজলি ডাকে
বাসা খুঁজে পক্ষি কাকে
নদীর বুকে ঢেউ,
বাড়ির বাহির যেতে বারণ
মেঘের আঁধার এইতো কারণ
যাসনে তোরা কেউ।
===============