কথা দাও
মোঃ ইব্রাহিম হোসেন


চুপচাপ চারিদিক সাক্ষী রেখে রব,
উজাড় মনের প্রেম দিলামও যে সব।
নেই কিছু মোর ভবে এ জীবনে আর,
তুমি ছাড়া বিষ মনে ব্যথা হাহাকার।


আজ হাতে হাত রেখে কথা দাও প্রিয়া,
কোনদিন যাবে নাকো ভুলে ফাঁকি দিয়া।
তুমি আছো প্রেম আছে, আছে আশা আলো,
চাঁদ হয়ে মনাকাশে দীপশিখা জ্বালো।


তুমি দিন তুমি রাত তুমি দুখ সুখ,
ভুলে যাই কষ্টগুলো দেখে ওই মুখ।
আঁধারেও আলো ছড়ে তব ওই রূপ,
অমানিশা নিরিবিলি থাকে যবে চুপ।


আমার জীবনে সুখ, সুখ তরী ভাসে,
যখন এ মন পায় তোমাকেই পাশে।
তুমি বিনা এ পরাণ জ্বলে যায় মোর,
কাঁদে মন ঝরে আঁখি অমানিশা ঘোর।


এই শুভ ক্ষণে  প্রিয়া কথা দাও আজ,
ভালোবেসে বুকে লও ভেঙে যত লাজ।
জীবনে মরণে শুধু তোমাকেই চাই,
এ ভুবনে তুমি ছাড়া নাই কিছু নাই।