খোকা বাবুর ডিম
মোঃ ইব্রাহিম হোসেন


সকাল বেলা পাখির মেলা
ঊষার আলো ওই,
বাবার ডাকে আম্মু হাঁকে
কইরে খোকা কই?


পকেট ফাঁকা একশো টাকা
দিলো খোকার হাত,
মাজবে থালা তোমার খালা
বাড়বে পাতে ভাত।


বললো বাবায় ছোট্ট খোকায়
কিনে আনো ভিম,
গিয়ে দোকান কিনলো সে পান
কিনলো আবার ডিম।


আসবে বাড়ি তাড়াতাড়ি
একটু মনে ভয়,
শোনেনি তা বাবার কথা
কী জানি কী হয় ? 


দাদির কাছে আঁচল পাছে
লুকিয়ে খোকা কয়,
বাঁচাও দাদি শঙ্কায় কাঁদি
ডিম পানেরই জয়।