খোকার হাসি
ইব্রাহিম হোসেন  
মাত্রাবৃত্ত: (৬+৬+৬+২)  


সন্ধা বেলায় করছে কান্না
খোকন মায়ের কোলে,
চাঁদের বুড়ির গল্প শুনবে
পাড়ার সবাই বোলে।


এমন সময় দূরের গগন
ভরলো আলোয় ভেসে,
মিষ্টি চাঁদের জোছনা শোভায়  
ভিড় যে জমায় শেষে।


মা আর বাবায় দিচ্ছে আদর
ছোট্ট খোকার পাশে,
পেয়েই আদর খোকার কদর
বাড়লো খোকায় হাসে।


ফোকলা দাঁতের কান্না হাসির
শব্দ ভালোই লাগে,
সকাল বেলায় সবার আগেই  
যাইবে খোকন বাগে।


হাজার রঙের ফুলের দ্বারায়
গাঁথবে খোকন মালা,
কান্না হাসির মধ্য দিয়েই
দূর হবে সব জ্বালা।