খোকার ইচ্ছা
মোঃ ইব্রাহিম হোসেন


দিনের শেষে চাঁদের হাসি
ওই আকাশের নীলে,
শিয়াল মামার ডাক শোনা যায়
গ্রামের পাশের বিলে।


জ্যোৎস্না মাখা চাঁদের আলোয়
আলোকিত সবি,
আঙ্গিনাতে আঁকছে বসে
খোকা যে তার ছবি।


জোনাকিদের আনাগোনা
কি জানি কি বলে?
চন্দ্রালোকে ঝিকিমিকি
করে দিঘির জলে।


রাতের শেষে মুয়াজ্জিনে
হাঁকে মধুর সুরে,
সকাল হলো নামাজ পড়ো
ওই মিনারে দূরে।


রাতের শেষে উঠবে জেগে
পুবাকাশে রবি।
খোকার মনের ইচ্ছা সে তো
হবে বড়ো কবি।