খোকার স্বপ্ন
মোঃ ইব্রাহিম হোসেন


ছোট্ট খোকা বায়না ধরে
বিদ্যালয়ে যাবে তাই,
লক্ষ্মী ছেলে খোকন সোনা
তাহার কোনো জুড়ি নাই।


রোজ সকালে পড়তে বসে
বই সেলেটে লিখে যায়,
লেখাপড়ার মধ্য দিয়ে
আনন্দটা খুঁজে পায়।


বিকেল হলে খেলতে ছুটে
পাঠশালার অঙ্গনে,
মন খুশিতে আত্মহারা
ফুল-কাননে রঙ্গনে।


সন্ধ্যা বেলা ঘরে ফিরেই
বই খাতাতে দেয় হাত,
পড়ার শেষে দুগ্ধ পানে
ঘুমের মাঝে সারা-রাত।


ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
ভোর-বিহানে বাবা হাঁক,
আব্বু রাতে স্বপ্নে দেখি
বিদ্যালয়ে দিছে ডাক।