ক্ষমতার বাহাদুরি (রক্তাক্ত জুলাই ২০২৪)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০৭-২০২৪ ইং
অস্ত্রের কাছে সবাই কাবু তাই বাহাদুর তোরা,
নয় বাহাদুর আসলে তো ন্যাংড়া কানা খোঁড়া।
কেমন সাহস পুলিশবিহীন নাম দেখি আজ মাঠে,
সত্য ন্যায়ের পক্ষে লড়াই লাশ পাবি না বাটে।
হাড্ডি মাংস থাকবে না গায় কূল পাবি না খুঁজে,
বাহাদুরি থাকবে না আর দৌড় দিবি লেজ গুঁজে।
হকের পথে থাকলে অটল যুদ্ধে শহিদ গাজী,
গর্বেরই এই মরণ হবে তাই মরণেও সাজি।
বুলেট বোমা ভয় করি না মার গুলি তুই মারবি,
একটুখানি দ্যাখ ভেবে কি জবাব দিতে পারবি ?
নাই বিচারক নাই অধিকার বিচারপতি অন্ধ,
নয়ন খুলে দেখে না সে চক্ষু যুগল বন্ধ।
তোদের কাছে প্রশাসন ও আইন আছে বাঁধা,
তাই দেশে আজ রাজা তোরা আমরা হলাম গাধা।
চিরদিনই থাকবে নাকো এমনই দিন ভবে,
যার শুরুটা আছে ভাবিস বিনাশও তার হবে।
ফেরাউন ও নমরুদ ছিলো শক্তিশালী রাজা,
পায়নি রেহাই লানত ঘাড়ে পেয়েছিলো সাজা।
তোদেরও তো আসবে সেদিন অপেক্ষারই পালা,
পরবি গলে কেমন করে সেই জ্বালারই মালা?