কবির মর্যাদা
মোঃ ইব্রাহিম হোসেন


ছন্দ সুরের তালে তালে
কাব্য লিখেন কবি,
তাঁরাই যেনো এই জগতের  
উদীয়মান রবি।


তাঁদের ছড়ায় শিক্ষা পেয়ে
সমাজটা হয় জ্ঞানী,
কবির ভবে মূল্য অনেক
আমরা সবাই জানি।


ন্যায় নীতিবান মুখের বচন
সত্য পথের পথিক,
স্বার্থ নিজের বিসর্জনে
সমাজ করেন সঠিক।


কবি নজরুল রবি ঠাকুর
জ্বলন্ত তার প্রমাণ,
বিশ্বসেরা উপাধিতে
হয়নি কেহ সমান।


এই নিখিলের স্মৃতির পটে
মর্যাদাতে স্বনাম,
নজরুলে পান হাজার সালাম
রবি ঠাকুর প্রণাম।
============


খুকিমণির পুতুল বিয়ে
মোঃ ইব্রাহিম হোসেন


খুকিমণি  গয়না নিবে
তার পুতুলের বিয়ে দিবে
বায়না মায়ের কাছে,
পাড়ার সকল ছেলে মেয়ে
দেখবে সবাই বর'কে চেয়ে
গাইবে কোকিল গাছে।


নতুন পুতুল দাও না কিনে
কাটে না ক্ষণ পুতুল বিনে
ভাল্লাগে না কিছু,
থাকবে সে যে আমার সাথে
বান্ধবীরা দিনে রাতে
নিবে আমার পিছু।


নতুন পুতুল মা যে দিলো
হাসি মুখে খুকি নিলো
আসলো পুতুল বরে,
খুশির জোয়ার সবার মনে
বিয়ে হলো বরের সনে
বধূ নিলো ঘরে।