খুকির সকাল
মোঃ ইব্রাহিম হোসেন


সূর্য মামার কিরণ লাগে
ঊষার আলোয় হাসে,
দিগবিদিকে আলোক রশ্মি
ছড়ায় চারি-পাশে।


কিচিরমিচির বিহগ ডাকে
পাখনা মেলে উড়ে,
শোর কলতান সুরেলা সুর
ওই শোনা যায় দূরে।


দুয়ার খোলা রাঙা প্রভাত
দেয় সকালে উঁকি,
ঘুম ভেঙে যায় বই হাতে নেয়
ময়না সোনা টুকি।


এইভাবে হোক জগৎ সেরা
উঠুক নতুন রবি,
বিশ্ব পটে আঁকুক খুকি
বিশ্ববাসীর ছবি।


ভোরের পরশ লাগুক গায়ে
আসুক নতুন অলি,
নতুন আলোর গন্ধ মেখে
ফুটুক নতুন কলি।