"""""খুব সাধারণ""""
( ইব্রাহিম হোসেন )


আমি সাধারণ, খুব সাধারণ
নগণ্য একটি ছেলে ,
কষ্ট পুষে, রাখি মনিকোঠে
মন কাননের বিলে ।


ভালো লাগে না, কেন জানি না  ?
ভালো লাগে সব,
কষ্ট চেপে রেখে, মনে তুলি জেগে
খুশির কলরব ।


করি না জাহির,  নই ভেবে আমীর
সমাজে হবে তা মূল্যহীন,
যদিও মূল্যবান,  তবুও অসম্মান  
কারণ, ভবে অর্থহীন ।


কে জানে হায়, কিভাবে দিন যায়
কখন যে আসে মরণ ?
এই ভাবনায় ,  দিন কেটে যায়  
বৃথা ভবে এ জীবন ।


শরায় খানায়, ক্ষণিকের সময় ,
যদি থেকে যায় কোন কীর্তি ;
তাতেই ধন্য,  আমি নগণ্য,
সেটাই তো জীবনের বড় প্রাপ্তি ।