বিদ্রোহী কন্যা,
মোঃ ইব্রাহিম হোসেন


মায়ের কোলে জন্ম নিলাম কন্যা শিশু হয়ে,
আমার তরে মা ও বাবা দুঃখ'কে যায় সয়ে।
করতে মানুষ কন্যা শিশু টাকা পয়সা লাগে,
বিয়ে দিতেও যৌতুক নিবে পরের বেটা আগে।


চিন্তা করে বাবা মা'য়ে কপালে হাত দিয়ে,
এত টাকা কোথায় পাবো দিতে মেয়ের বিয়ে?
গরিব হালে দিন কেটে যায় অভান লেগে থাকে,
যৌতুকের পণ লক্ষ টাকা কন্যা দিবো কাকে?


শিশু থেকে মেয়ে আমার কিশোরী যে হলো,
ক'দিন পরে আসবে বিয়ে বয়স হবে ষোলো।
আমি তখন ছোট্ট মেয়ে আওয়াজ এলো কানে,
কন্যা জাতির কপাল এমন চাই আকাশের পানে।


প্রতিজ্ঞাতে পণ করি এই করবো জগৎ আলো,
এই কুসংস্কার দূরীভূতে সমাজ হবে ভালো।
ন্যায়ের পথে লড়বো আমি বাহুতে বল রেখে,
নারীর-ই হক করবো আদায় হাদিস কোরআন দেখে।


নারীরা নয় অবহেলার পুরুষ কারণ ধৃষ্ট,
মহান প্রভুর অভিপ্রায়ে তারাও ভবে সৃষ্ট।
এই ভুবনে তাদের প্রতি দাওনা শুভ দৃষ্টি,
তাদের কারণ সংসার আলো সংসারে সুখ সৃষ্টি।


নারী সমাজ ঐক্য গড়ো বিদ্রোহে হও খাড়া,
কিশোরী এক কন্যা আমি দিচ্ছি ডাকে সাড়া।
অত্যাচার ও নিপীড়নের দিন যাবে যে শেষে,
দেশ সমাজে থাকবে তারাও মহা রানীর বেশে।