কবির কলম
মোঃ ইব্রাহিম হোসেন


নবীন প্রবীণ লেখক কবি
কলম হাতে ধরো,
সত্য ন্যায়ের ভিত্তি গেঁড়ে
সমাজ সেবা করো।


ন্যায় নীতিহীন আদর্শকে
দাও না ছুঁড়ে ফেলে,
সমাজ করো আলোকিত
জ্ঞানের মশাল জ্বেলে।


ও কবিরা চালাও কলম
ভয় ভীতি হীন মনে,
জাগ্রত হোক মানবতা
সাহিত্যের এই বনে।


তোমার হাতে থাকে যদি
শক্তিশালী কলম,
লাগবে তবে পাপীর হৃদে
নিরাময়ের মলম।


আসবে ফিরে সঠিক পথে
বুঝবে কি যে মন্দ ,
কলম তোমার বলবে কথা
নয় তো ভালো দ্বন্দ্ব।