কবির নীতি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৮-০৭-২০২৪ ইং
কবির কলম চলবে
সত্য কথাই বলবে
মিথ্যা পায়ে দলবে।
আকাশ পথে উড়বে
বিশ্ব জাহান ঘুরবে
ন্যায়ের পথে লড়বে।
বিদ্রোহী সুর তুলবে
দ্বন্দ্ব বিবাদ ভুলবে
জাগ্রত চোখ খুলবে।
করবে সমাজ আলো
বাসবে সবাই ভালো
নীতিরই প্রেম ঢালো।
সৎ উপদেশ দিতে
গড়তে সমাজ ভিতে
পায় লেখনীর গীতে।
সবার সুখে হাসবে
দুখীর পাশে আসবে
তাদের ভালো বাসবে।
এই তো কবির নীতি
গভীর প্রেম ও প্রীতি
হয় নাকো তার ইতি।
বিদ্রোহী তার কলম
কাটাতে দেয় মলম
সৃষ্টি জাতের আলম।
জগৎ প্রেমের কবি
আঁকে নানান ছবি
হয় উদিত রবি।