কবিতা আমার প্রাণ
মোঃ ইব্রাহিম হোসেন


কবিতা আমার আত্মা কলিজা
কবিতা আমার প্রাণ,
দুঃখ ভুলায় কষ্ট ভুলায়
গাই কবিতার গান।


মনের ভেতর জমানো ব্যথায়
ডুকরে ডুকরে কাঁদি,
কাব্য কথায় মনকে শুধাই
কাব্যতে মন বাঁধি।


সঙ্গিবিহীন একলা প্রহর
বুকের মধ্যে জ্বালা,
ছন্দে ছন্দে মন বিষাদের
কাব্যে গাঁথন মালা।


কবিতা আমার পদ্মা নদীর
উথাল পাথাল ঢেউ,
কবিতায় বুঝে মনের বচন
নাহি বুঝে হায় কেউ!


কবিতা আমার বিদ্রোহী সুর
সাম্যবাদের ভাষা,
মানবাধিকার উন্নয়নের
সকল প্রাণের আশা।