কন্যা সুখের মূল  
ইব্রাহিম হোসেন


কন্যা হলো এই ভুবনে  
স্বর্গ লোকের সুখ,  
দুঃখ জ্বালা আর থাকে না  
দেখলে কন্যার মুখ।


কেউ বোঝে না কষ্ট মনের  
কষ্টে ভরা দীল,  
ভাগ্য গুণে দেন যে প্রভু  
কন্যা নামের শীল।


স্বর্গ সুখের চাবি ভবে  
ঘরের যেন হুর,  
কন্যা জাতি থাকলে ঘরে  
হয় যে আঁধার দূর।  


আল্লাহ রাসুল দিলেন সবে  
কন্যা জাতির মান,  
কারো যে মা কারো যে বোন  
কারো জানের জান।


সংসারটা যে সুখের হয়  
কন্যা নারীর গুনে,  
দুঃখ জ্বালার হয় ভাগিদার  
ধরলে হৃদয় ঘুনে।


জগৎ মাঝে কন্যা সবার  
সর্ব সেরা ধন ,
নষ্ট জীবন নষ্ট ভুবন  
না পেলে তার মন।


ইহলোকে পরলোকে  
কন্যা সুখের মূল,  
কন্যা নারী ধরে রাখে  
বংশ জাতি কুল।