কন্যা বিদায়
ইব্রাহিম হোসেন
অক্ষরবৃত্ত : (৮+৭+৬)  


প্রভু দিলো জন্ম নিলো কন্যা বাবা ঘর রে
কন্যা বাবা ঘর,
সুখে দুখে হাসি মুখে নাই কেহো পর রে
নাই কেহো পর,
পিতা প্রেমে মাতা প্রেমে কন্যা বড় হয় রে
কন্যা বড় হয়,
বড় হবে কন্যা ভবে সবি হবে জয় রে
সবি হবে জয়।


বুকে আশা ভালো বাসা পিতা মাতা কয় রে
পিতা-মাতা কয়,
কন্যা যবে বড় হবে স্বামী ঘরে রয় রে
স্বামী ঘরে রয়,
আনন্দেতে সবে মেতে মুক্তা ঝরা মুখ রে
মুক্তা ঝরা মুখ,
ধীরে ধীরে স্বামী নীড়ে বধূ বেশে সুখ রে
বধূ বেশে সুখ।


কাঁদে ভ্রাতা বৃক্ষ পাতা আপু কোথা যায় রে
আপু কোথা যায় ?
অশ্রু জলে গেলো তলে বাবা বলে হায় রে
বাবা বলে হায়!
কন্যা যেনো স্বামী হেনো চির সুখে রয় রে
চির সুখে রয়,
সুখে দুলে দুখ ভুলে যেনো সুখী হয় রে
যেনো সুখী হয়।
======================



কন্যা বিদায়
ইব্রাহিম হোসেন
অক্ষরবৃত্ত : (৮+৭+৬)  


কন্যা শিশু জন্ম নিলো পিতা-মাতা কোল রে
পিতা-মাতা কোল,
দিনে দিনে বড় হতে খায় কন্যা দোল রে
খায় কন্যা দোল,
পিতৃ স্নেহে মা'র প্রেমে কন্যা বড় হয় রে
কন্যা বড় হয়,
স্বপ্ন চোখে আশা বুকে পিতা মাতা কয় রে
পিতা-মাতা কয়।


কন্যা যাবে স্বামী বাড়ি মনে বড় সুখ রে
মনে বড় সুখ,
আনন্দেতে খুশি সবে মুক্তা ঝরা মুখ রে
মুক্তা ঝরা মুখ,
ধীরে ধীরে যাচ্ছে চলে বধূ স্বামী ঘর রে
বধূ স্বামী ঘর,
মা ও বাবা ভ্রাতা বোনে করে সবে পর রে
করে সবে পর।


কাঁদে ভ্রাতা কাঁদে বোনে আপু কোথা যায় রে
আপু কোথা যায় ?
অশ্রু জলে বন্যা ঝরে বাবা বলে হায় রে
বাবা বলে হায়!
কন্যা যেন স্বামী ঘরে চির সুখে রয় রে
চির সুখে রয়,
সুখে-দুখে স্বামী সাথে যেন সুখী হয় রে
যেন সুখী হয়।