কন্যা সুখের চাবি
ইব্রাহিম হোসেন


সৃষ্টিকারী বিধির দেওয়া
কন্যা হলো শ্রেষ্ঠ দান,
বাবার ঘরে নূরের আলো
যেনো নাজিল খুশির বান।


কন্যা আলো কন্যা ভালো
কন্যা ঘরে  আলোর বাতি,
সংসার টা সাজায় রাখে
স্বামীর প্রিয় জীবন সাথী।


মা'র আসন দিলেন বিধি
সবার সেরা ভুবন পর,
জগৎ কুলে শ্রেষ্ঠ নারী
তার তরেতে সুখের ঘর।


কন্যা হলে কেউ করো না
অবহেলায় মুখটা ভার,
এক নিমিষে  মনটা ভরে
মুখটা ভবে দেখলে যার।


কন্যা হলো এই ভুবনে
সুখের ঘরে সুখের চাবি,
বাসলে ভালো জগৎ আলো
প্রভুর কাছে সবই পাবি।