কোরবানির ঈদ
মোঃ ইব্রাহিম হোসেন


নীল আকাশে জিলহজ্জ্ব মাসে
কোরবানির ওই চাঁদ যে হাসে
খুশির জোয়ার মনে,
কিনবে শাড়ি কিনবে গরু
নিজেও খুশি,খুশি জরু
মিলবে জনে জনে।


ঈদের দিনে নামাজ পড়ে
আসবে সবাই ফিরে ঘরে
প্রভুর নামটি স্মরে,
তাঁর খুশিতে ওয়াজিব পালন
বছর ধরে পশুর লালন
আত্মত্যাগের তরে।


শুদ্ধ করে মনটা সবে
গোস্ত বন্টন করতে হবে
হিংসা বিভেদ ভুলে,
গরিব যারা কষ্টে বাঁচে
কোরবানিতে হক তো আছে
দেখো চক্ষু খুলে।


এই দান যে নয়'তো ভিক্ষা
কোরবানির এই চরম শিক্ষা
বিশ্ববাসীর জন্য,
হাসবে ধনী হাসবে দুখী
এই দিনে তো সবাই সুখী
মুসলিম জাতি ধন্য।