কর্মতে নাই মানা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ০৩-০৭-২০২৪ ইং
ভাবছো তুমি জন্ম নিলে
মরতে হবে এই জানা,
তাই বলে কি রঙ্গ-লীলায়
হকের পথে চলবানা?
জন্ম সত্য মৃত্যু সত্য
সত্য তোমার কর্মফল,
কর্ম গুণে স্বর্গ নরক
সুখের দেখা অম্লফল।
বিবেক দিলেন বুদ্ধি দিলেন
সৃষ্টিকারী মহান রব,
রিজিক দিলেন হায়াত দিলেন
দুনিয়াদারী তোমার সব।
পাতাল ভেদে আকাশ ফুঁড়ে
উড়তে তোমার নাই মানা,
রবের হুকুম তামিল করে
তাঁর কাছে ভাই চাও পানা।
সরল পথে জীবন যৌবন
ক্ষয় করো যাও এই জেনে,
আল্লাহ খুশি রাসুল খুশি
হাদিস কোরআন নাও মেনে।
আমরা গোলাম মালিক প্রভু
ভুলে গেলে চলবে না,
মরার পরে দ্বীনের কথা
কেউ তোমাকে বলবে না।