করুণ দশা
ইব্রাহিম হোসেন


বিনা দোষে শুধু রোষে বন্দী জেলে সব,
কান্না চোখে অশ্রু মুছে আর্তনাদে রব।
ধনী ঋণী  শূন্য ভেদে অত্যাচারে আজ,
ধ্বংস যজ্ঞ লীলাখেলা নিত্য ঘরে সাজ।


রুদ্ধ ঘরে মৃত্যু ক্রোড়ে যুদ্ধ করে যায়,
দুঃখ লয়ে কষ্ট সয়ে ভাবে নিরুপায়।
অগ্নিকুণ্ডে দগ্ধ হয়ে সিক্ত আঁখি দ্বয়,
রিক্ত মনে সঙ্গী বিনে জীবনটা ক্ষয়।


তপ্ত চোখে রুষ্ট মনে অগ্রদত্ত চায়,
অর্থহীনে বিত্তহীনে কোথা বলো পায়?
সত্য বাতে তিক্ত হয়ে মন্ত্রী মিনিস্টার,
কলমের বোমা হানে নাহি সুবিচার।


ধ্যানে বসে চিন্তা করো ও ক্ষমতাবান!
নিঃস্ব হবে প্রভু ভবে সর্বশক্তিমান।
সত্যপথে আন্দোলনে দিচ্ছো যারে ফাঁসি,
সেই ফাঁসি গলে পরে টুটে যাবে হাসি।


সৎ পথে মুক্তি দিবে মিথ্যাতে যে নাশে,
দ্বীন ছায়াতলে প্রভু সবে ভালোবাসে।
দ্বীনে এসো দ্বীনে চলো দ্বীনে করো বাস,
তা নাহলে কিয়ামতে হবে সর্বনাশ।