কষ্টের হাসি
মোঃ ইব্রাহিম হোসেন


হাসে তো সবাই ভাই
বুঝে নাকো মন,
কেউ কান্না লুকিয়ে
হাসে সারা ক্ষণ।


দুখ'টাকে চেপে রেখে
হাসিমাখা মুখ,
দেখে যেন মনে হয়
বুকে ভরা সুখ।


অভাবেই থাকে সদা
অনাহারে কেউ,
যায় নাকো বুঝা কারো
বুকে জ্বালা ঢেউ।


সমাজের মাঝে তারা
বসবাসে আজ,
পেটে ক্ষুধা তবু হাসে
থাকে চোখে লাজ।


প্রকৃত মন নিয়ে
চাও তার দিকে,
মুখে হাসি যন্ত্রণা
চেহারাটা ফিকে।