আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামীন এর জন্য।


কৃপণ প্রেম
মোঃ ইব্রাহিম হোসেন


একা একা চলি মনে ব্যথার পাহাড়,
এই নিষ্ঠুর ভুবনে কেউ না কাহার।
বিশ্বাস করেছি যাকে সেই বহু দূর,
রুধির ক্ষরণ হৃদে বেদনা বিধুর।


জান প্রাণ দিয়ে তারে ভালোবাসিলাম,
পৃথিবীর মায়া ত্যাগে কাছে আসিলাম।
সব কিছু ভুলে গেলো স্বার্থের-ই টান,
দিয়ে গেলো এ জীবনে যাতনার বাণ।


ছটফট করে হায় আনচান মন,
কুরে কুরে খায় বুক ভীষণ দহন!
বুঝিনি কখনো আগে প্রেমে আছে বিষ!
চোখের সমুখে ঘুরে বুক চেপে ইশ!


দম যেন বের হয়,  হয় না মরণ ;
ভুলে যেতে চাই তবু হৃদয়ে স্মরণ।
ভালোবাসা কেনো দেয় ব্যথা ভরা দিল?
যুগ ধরে প্রেম তবু হয় নাকো মিল।


ভালোবাসা পায় নাকো সবার কপাল,
তাই কেউ কাঁদে কেউ হাসে চিরকাল।
তেমনি জীবন এই বিধির লিখন,
দিলো না দিলো না ধরা প্রেম সে কৃপণ।