কৃষকের স্বপ্ন
ইব্রাহিম হোসেন


কষ্ট করে চাষ করে মাঠে ক্ষেতে চাষী,
শরীরের ঘাম ঝরে কষ্টে মুখে হাসি।
রাখতে সুখী পরিবারে কষ্ট সয়ে যায়,
একটু যদি সুখে থাকে শান্তি মনে পায়।


সারাদিন ভূত-মত করে কত শ্রম,
নাহি পায় কারো কাছে একটু খানি মম।
ফসল ফলায় মাঠে কৃষানেরা খেটে,
খাদ্য জোটে  তারি তরে জনগণ-পেটে।


এতো পরিশ্রম তবু ন্যায্য মূল্য কমে,
ধনী গড়ে গাড়ি বাড়ি গরীবের শ্রমে।
যায় না'যে কষ্ট কভু দুখ সাথে বাস,
দিবানিশি খেটে করে দেহ'খানি নাশ।


খাটে চাষা মনে আশা স্বপ্ন পূর্ণ হবে,
মনে ভাবে হয়তো তারা  হবে বড় ভবে।
এই আশা বাঁধে বাসা কুঁড়ে ঘরে থাকে,
পদ্মা চরে বিল ধারে কভু নদী বাঁকে।


এমনি করে চলে তারা জগতের মাঝে,
দিন শেষে বাড়ি ফিরে সন্ধ্যা বেলা সাঁঝে।
দেখলে পরে বধূ মুখে একটু মুচকি হাসি,
ক্লান্তি যত যায় দূরে স্বপ্ন রাশি রাশি।