লজ্জাবতী বৌ
মোঃ ইব্রাহিম হোসেন


অপরূপে সুন্দর - বিধাতারই সৃষ্টি,
ফিরানো তো যায় না - দু'চোখেরই দৃষ্টি।
মায়া ভরা চোখ ওই - ইশারাতে ডাকছে,
লাল টিপ পরে বধূ - কি যেনো কি ভাবছে?


বেনারসি শাড়ি - জড়িয়ে সে অঙ্গে,
ফাগুনেরই সাজ গায় - কি জানি কি ঢঙে।
উতলা যে হয় মন - তারে কিছু বলতে,
সদা ক্ষণ এ মন চাই - একই সাথে চলতে।


ধরিবে কি সে হাত - হারাবো দু'জনে,
লেনাদেনার এই ক্ষণ - দু'জনারই সনে।
বধূ সেজে সেই তো- এসেছে এই হৃদে,
যত কথা বলবো - জাগরণ ও নিদে।


চন্দ্রিমারই ওই রাত - আঁধারেতে আলো,
কি করে যে বলি - প্রেমের আলো জ্বালো।
জীবনের সব আশা - শুধু তাকে ঘিরে,
অধীরতা মনে - দেখিবে কি ফিরে ?


কল্পনাতে এই মন - পাশে তবুও দূরে,
এ হৃদয়ের এক ফুল - ডাকি সুরে সুরে।
শরমেতে লাজে - আসে ধীরে পাশে,
অবশেষে মেয়ে - মিষ্টি করে হাসে।