লক্ষ্মী বঁধু
মোঃ ইব্রাহিম হোসেন


জীবন আমার শূন্য ওগো
তোমায় ছাড়া জানি,
নেই তো আমার কেউ আর আপন
তুমি ঘরের রানী।


তোমার মত কেউ হবে না
দিলেন আমায় প্রভু,
ভুল বুঝো না লক্ষ্মী বঁধু
ভুল করে'ও কভু।


এই সংসারের আলো তুমি
আমার চোখের মণি,
চাই না আমি স্বর্ণ হীরা
তুমিই হীরার খনি।


ভালোবেসে ছায়া হয়ে
পাশে পাশে থেকো,
তোমার বুকের মণিকোঠায়
চিরদিনই রেখো।


জনম জনম ভালোবেসেও
মিটবে না সাধ ভবে,
এ ভবেই নও পরকালেও
হৃদয় মাঝে রবে।


=============


দু'টি মনের আরাধনা
মোঃ ইব্রাহিম হোসেন


মনের মিলন প্রেমের মলম
সুখ এনে দেয় ভালে,
দুঃখ দূরে গানের সুরে
বাঁধে প্রেমের জালে।


ভালোবাসা হাজার আশা
স্বপ্ন বুনে চোখে,
টক-ঝাল আদা পথের বাধা
কে বা তারে রোখে ?


দু'টি মনের সঙ্গোপনের 
না বলা সব কথা,
গহিন বনে একই সনে
জ্ঞাপন যথা-যথা।


দু'টি হাতে দিন বা রাতে
মিষ্টি কোমল ছোঁয়া,
প্রেমের পরশ বচন সরস
প্রভুর কাছে দোয়া।


যুগ যুগ ধরে এমনি করে
কাটুক সারা বেলা,
বাঁচন মরণ প্রভুর স্মরণ
ভাসুক সুখের বেলা।