লালসার দৃষ্টি
মোঃ ইব্রাহিম হোসেন


লোভনীয় রঙ ফ্যাশানের ঢঙ
দুই পায়ে তোর মল,
চোখ ইশারায় ডাকছে যে তাই
মন মোবাইল কল।


লাল লাল ঠোঁট অন্তরে চোট
দেয় সকলেই শিস,
দুমড়ে যে গা যুবক ও ছা
ইস গোপালী ইস!


উড়ে যে চুল নদীরই কূল
আসক্ততে নর,
যৌবনের ডাক দিচ্ছে যে হাঁক
একটু তাকে ধর।


সর্বাঙ্গে তোর লালসায় ঘোর
নষ্ট পুরুষ হয়,
ক্ষণিকের সুখ হাস্যোজ্জ্বল মুখ
পাপীর রানী কয়।


যৌবন শেষে ধরবে কষে
ঝরবে গাছের ফল,
আসবে'রে যম ফুরাবে দম
থাকবে না গায় বল।