লেবাসধারী মোল্লা
মোঃ ইব্রাহিম হোসেন


সবার বেলায় নয় এ বাণী
শুধুই তাদের জন্য,
মুখোশ পরে খাচ্ছে যারা
সরল লোকের অন্ন।


মাথায় টুপি পাঞ্জাবি গায়
হাদিস কোরআন মুখে,
কথার বাণে আছিলা বাঁশ
মজা সে পায় সুখে।


একজনে কয় আর এক জনে
নয় কো সে তো ভালো,
তার ভালোতে জ্বলে যে সে
বলে আগুন জ্বালো।


শোনো বলি মোল্লা তোমরা
সবাই ভালো জেনো,
দুই মোল্লাতে বলো তবে
ঝগড়া করো কেনো?


একটা কথা বিবেক দিয়ে
জানতে হবে সবে,
সকল মোল্লা এক না হলে
দ্বন্দ্ব ঘরে রবে।


আমরা সবাই মানবো রাসূল
মানবো দ্বীনের নবী,
এক গাছেরই ছায়াতলে
উঠবে রঙিন রবি।
===========


ঈমান করো খাঁটি
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২২-০৯-২২ ইং


মানব জগৎ সৃষ্টি করে
পাঠাইলেন রব ভবে,
তাঁর ইবাদত করলে তবেই
মুক্তি তোমার হবে।


নূর নবিজীর অসিলাতে
নামাজ কায়েম হলো,
ও মুসলমান মুমিন সবে
মসজিদে যাই চলো।


নামাজ পড়লে ঈমান তাজা
আত্মাটা হয় শুদ্ধ,
শয়তানি ছক নিত্য করে
মুমিনের পথ রুদ্ধ।


ইবলিশে তাই চায় না কভু
নামাজ পড়ো তুমি,
ঈমান নিয়ে লড়াই করো
দ্বীনের খুঁটি চুমি।


নামাজ দিবে মুক্তি তোমায়
পরকালের ঘাঁটি,
ঈমান করো খাঁটি রে ভাই
ঈমান করো খাঁটি।
===≠====≠====