লেখা পড়া
ইব্রাহিম হোসেন


ও ছেলেরা ও মেয়েরা
এসো সবে পড়ি বই,
দেখা দেখি করে শেখি
তুমি আমি আর সই।


পাঠশালা গলে মালা
চলো শিখি মোরা পড়া,
হবে তবে জয় ভবে
অবনীতে নিজ গড়া।


খোকা খুকি দিছে উঁকি
বই পড়ে সদা রোজ,
জ্ঞান আলো জ্বালা ভালো
পুঁথি পড়ে জ্ঞান খোঁজ।


আজ ভবে ওরা সবে
কচিকাঁচা সব মুখ,
বড়ো হবে জ্ঞানী রবে
সমাজের যাবে দুখ।


বই হাতে রোজ প্রাতে
বাসিবে যে ভালো বেশ,
রবে সুখী চাঁদ মুখি
বলে সবে বেশ বেশ।