লেখক ও পাঠক
ইব্রাহিম হোসেন


কবি হয়ে লিখলে শুধু সার্থকতা নাই,
কবি হতে লেখক হতে পাঠক হওয়া চাই।
পাঠক হয়ে আগে তুমি জ্ঞানের করো খোঁজ,
রাত্রি দিনে সময় মত পাঠ্য পড়ো রোজ।


পাঠক ছাড়া কবির লেখার মূল্য কি গো রয়?
পাঠক যদি মর্যাদা দেন তবেই কবির জয়।
লেখার মাঝে সার্থকতা পেতে যদি চাও,
অন্যের লেখায় চোখ বুলিয়ে জ্ঞানটা খুঁজে নাও।


সবার লেখা পড়লে তবে পাবে কিছু জ্ঞান,
নতুনেরা উৎসাহিত হবে দিয়ে ধ্যান।
লেখায় যদি ভুলটা ধরে রাগ করো না কেউ,
ভুলের মাঝেই খুঁজে পাবে জ্ঞান সাগরের ঢেউ।


ছন্দ শিখো ছন্দ শিখাও শিক্ষায় আছে ধন,
গান কবিতা রচনাতে যায় ভরে যায় মন।
পড়বে তুমি শিখবে তুমি ধরবে কারও ভুল,
ভুল ধরা তো নয় অহংকার শিক্ষা নদীর কূল।


লেখক চায় যে পাঠক পেতে পাঠকে চায় বই,
উভয়েরই মূল্য আছে মূল্যহীন কেউ নই।
আমরা সবাই মুখাপেক্ষী এই পৃথিবীর পর,
এককভাবে কেউ কভু নাই সবাই সবার তর।