লড় মুজাহিদ লড়  (১৪৬৪ তম রচনা)
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১৫-১০-২০২১'


অসি ও কেতন হস্তে ধারণ
কর্ মুজাহিদ কর্,
কোরআনের-ই অবমাননায়
লড় মুজাহিদ লড়।


নবী শিরোমণি আল্লাহ ধ্বনি
থাকিবে মুখের 'পর,
হুঙ্কারে তোর কাটিবে যে ঘোর
শয়তানে পাবে ডর।


বাঁধিয়া সাহস করিতে বেহুঁশ
শত্রুকে মার তির,
এ ভব মাঝারে কেন হাহাকারে
মুসলিম তুই বীর ?


মার ছুড়ে মার বর্শা ধনুক
করিতে ঘায়েল ওরে!
নেইকো তো ভয় হইবে যে জয়
পালাবেই তারা ডরে।


বাজিবে ডঙ্কা পাইবে শঙ্কা
চিত্ত কাঁপিবে ভয়ে,
আসিবে সুপথে নইলে বিপথে
জীবন বিনাশ ক্ষয়ে।


মারিয়া ডাণ্ডা উড়ায়ে ঝাণ্ডা
সামনের দিকে চল্,
আসিলে মরণ করিতে বরণ
রব ধ্বনি মুখে বল্ ।


দ্বীনের পথিক প্রভুর আশিক
শহিদ গাজীর দিন,
ন্যায়ের জন্য মরেও ধন্য
বাজা'রে মরণ বীণ।