মা শুধু মা
ইব্রাহিম হোসেন


মা'যে আমার স্বর্গ ভূমি
তাই তো মায়ের পদচুমি
নেই তো মায়ের তুল,
ভালোবাসেন প্রতিক্ষণে
দুঃখ সুখে রাখেন মনে
ক্ষমা করেন ভুল।


স্বর্গ মায়ের পদতলে
ঐ বিধাতা দিলেন বলে
মা পৃথিবীর ভিত,
মার খুশিতে রব যে খুশি
যতন করে মনে পুষি
জীবন গড়ার হিত।


মা আছে তাই জীবন সুখী
মা বিনে ভাই সর্ব দুখী
মা'যে প্রিয় মুখ,
জন্ম নিয়ে ধন্য আমি
ওগো আমার জগৎ স্বামী
পেলাম ভবে সুখ।


হাজার কোটি শোকর করি
মাওলা তোমার চরণ ধরি
স্বর্গে দিও ঠাঁই,
মরণ পরে মা যেনো মোর
সুখের নিদ্রায় না কাটে ভোর
এই তো শুধু চাই।
=========


মন্ত্রী হবো
ইব্রাহিম হোসেন


নির্বাচনে ডাক এসেছে
বাঁধবে সবে জোট,
সত্য ন্যায়ে পক্ষ নিয়ে
দিবে আমায় ভোট।


নৈতিকতা মনের মাঝে
রাখবো সারা'ক্ষণ,
জয় করিবো ভালোবাসায়
জনগণের মন।


দুঃখ সুখে পাশেই রবো
করে দেশের সেবা,
সত্য পথে আঘাত হানে
আছে এমন কেবা?


জনগণের কাছে আমার
একটা শুধু চাওয়া,
জয়যুক্ত করবে তারা
এটাই বড় পাওয়া।


দেশের তরে দশের তরে
হইবো আমি নেতা,
জনগণের করবো সেবা
তবেই হবে জেতা।


বিপুল ভোটে পাস করিবো
মন্ত্রী আমি হবো,
অপশক্তি লয় করে যে
সবার মনে রবো।
============