মাগো! তুমি সুখের বাড়ি 
ইব্রাহিম হোসেন 


মাগো মা! তোমার মত
আর কেহ যে নাই,
তোমার পায়ের নীচে মাগো
একটু জায়গা চাই।।


তুমি ছাড়া আঁধার ভূবন
শূণ্য জীবনটাই,
তোমার পায়ের নীচে মাগো
একটু দিও ঠাঁই ।


তুমি থাকলে খুশি মাগো
আল্লাহ রাসূল খুশি,
এই জীবনের চেয়েও তোমায়
যতন করে পুষি।


কষ্ট সয়ে দুঃখ সয়ে
করলে আমায় বড়,
এই ঋণ তো শোধ হবে না
আমায় ক্ষমা কর ।


তোমার পায়ের নীচে মাগো
স্বর্গ আমার  জানি,
আমার তরে ঝরায়োনা
একটু চোখের পানি ।


আমার তরে ঝরলে মাগো
তোমার আঁখি জল,
জাহান্নামে জ্বলবো আমি
রইবো নরক তল ।


জীবন চলার মাঝে মাগো
যত আছে ভুল ,
ক্ষমা করে দিও নইলে
হারিয়ে যাবে কূল ।


তুমি আমার স্বর্গ মাগো
তুমি আমার নরক,
আমার তরে কষ্টে কভু
ফেল নাকো পলক ।


মাগো তুমি জান্নাত যাওয়ার
পুল সিরাতের গাড়ি ,
ত্রিভুবনে মাগো তুমি
স্বর্গ সুখের বাড়ি ।