মাছ ধরিতে চল্  ( ১৪৫৭ তম রচনা)
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১১-১০-২০২১


আমার সাথে কে কে যাবি
বিলের ধারে বল?
বন্যা ঢলে বিল ভরেছে
মাছ ধরিতে চল।


চিংড়ি,বেলে, পুঁটি, আরো  
নানান রকম মাছ,
বিলের জলে উথাল পাথাল
করে কত নাচ!


জাল দিয়ে বা পলুই দিয়ে
মাছ ধরিবো তাই,
আসবে আজি মোদের বাড়ি
বোন ও দুলা ভাই।


আমার বোনাই খুশি হবে
খাবে পুঁটির ঝোল,
চিংড়ি রাঁধা তেলে ভাজা
উল্লাসেরই রোল।


আয়'রে তোরা আমার সাথে
বিলের ধারে আয়,
খালুই নিয়ে পাড়ার লোকে
মাছ ধরে সব যায়।