মাফিয়া ময়না ( গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন


আজ আমি বলবো সকলের তরে
চিরন্তন সত্য রেখো মনে ধরে।
সকলেই চিনে তারে নাম যার ময়না
সে যেনো সততার পথের এক আয়না,,
মাফিয়া ময়না, মাফিয়া ময়না।।


কবিতার আসরে যে পেয়েছি খুঁজে
নির্ভিক অমায়িক এই সে মেয়ে,
সততার বাণী থাকে সদা মুখে তার
নিষ্পাপ ভাবি আমি দেখো না চেয়ে।।


নত শির নাহি করে ভয় কভু পায় না
সে যেনো সততার পথের এক আয়না,
মাফিয়া ময়না, মাফিয়া ময়না।।


ছোটদের করে স্নেহ বড়দের সম্মান
গুরু প্রতি ভক্তি সেতো চির-অম্লান,
অন্যায় প্রতিবাদে ছুঁড়ে মারে বিষও বাণ
শেষ যদি হয় তবুও জীবনের ওই প্রাণ।।


ন্যায় নীতি চিরসাথী রুখে দেয় হায়না
সে যেনো সততার পথের এক আয়না,
মাফিয়া ময়না, মাফিয়া ময়না।
================


বিশেষ দ্রষ্টব্যঃ-
আমি অনেককেই দেখেছি।
সবাই বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে অন্যায়কেও সাপোর্ট দেয়। শুধু সাধারণ মানুষই না, অনেক জ্ঞানী গুণীজনও মুখে তালা মেরে রাখে। বন্ধুত্ব নষ্ট হবে বলে।
কিন্তু এই মেয়েটি সব সময় ন্যায্য কথা বলে। হোক সে গুরু অথবা জ্ঞানী গুণী ব্যক্তি। ন্যায্য কথায় সে কাউকে তোয়াক্কা করে না।
এই দিক দিয়ে সে অবশ্যই প্রসংশা পাওয়ার যোগ্য। তাই তাকে নিয়ে আমার এই কবিতাটার রচনা।



রচনাঃ ২৩-০৭-২০২১'
সময়ঃ ০৩ঃ৪০ মিনিট।