মহামারী করোনা
ইব্রাহিম হোসেন


মহামারী করোনাটা ছড়ে গেলো তাই,
দেশ তথা জনমনে শান্তি কভু নাই,
কোভিড ঊনিশ তুমি  একুশেও এলে!
লাখো প্রাণ কেড়ে নিলে দেহে বিষ ঢেলে।


বিশ্ব ঘুরে দেশ জুড়ে দেখি শুধু লাশ,
আর্তনাদে রক্ত ঝরে হচ্ছে সর্বনাশ।
মা ও বাবা কাঁদে সদা স্বামী হারা নারী,
ছেলে কাঁদে মেয়ে কাঁদে বাবা ছাড়া বাড়ি।


ঘৃণা জাগে প্রতি মনে বদ রূপ দেখে,
মরণের আতঙ্কেতে ভয়'টুকু রেখে।
মৃত্যু ঝুঁকি আছে বলে কাছে নাহি আসে  
করোনার রোগীটা যে আঁখি জলে ভাসে।


চারিদিকে এ কী শুনি মৃত্যু হাহাকার!
অশ্রু জলে বুক ভাসে নিত্য সমাচার।
বন্দী ঘরে লকডাউনে কষ্ট সীমা ছাড়ে,
রাত্রি কাটে অনাহারে অনটন বাড়ে।


ব্যাধি থেকে মুক্তি চাই, মুক্তি দাও প্রভু,
করোনার জ্বালা আর দিও নাকো কভু।
দুটি হাত তুলে মোরা করি মুনাজাত,
করোনার ব্যাধিটাকে করো কুপোকাত।