মাহে রমাদ্বান
ইব্রাহিম হোসেন


আহলান সাহলান মাহে রমাদ্বান!
তুমি এক নিয়ামাত মাওলার দান।
মুসলিম হয়ে মোরা বড় ভাগ্যবান,
সৃষ্টিরই সেরা করে দেন বিধি মান।


আমাদের তরে প্রভু কত দয়াবান!
নাহি শেষ হবে তাঁর দয়া  অফুরান
শেষ জামানার নবী মোদের রাসূল,
তব প্রেমে আজ মোরা সবাই ব্যাকুল।


তাঁর প্রেমে মুগ্ধ সবে মুগ্ন হন রব,
পৃথিবীর যত দান বিধাতার সব।
নামাজ আর কালিমা সিয়াম যাকাত,
মুমিনের তরে রোজা পালনে নাজাত।


নবী তরে রমাদানে কোরান নাজিল,
মুক্তি পেতে যেন সাফ হয় সব দিল।
কোরানে দিলেন বিধি সিয়ামের মান,
রোজা ও নামাজ হলো মুমিনের প্রাণ।


পেতে হলে এই বুকে ঈমানের বল্
রোজা ও নামাজ পড়ে সৎ পথে চল্।
শয়তান থেকে সদা থাক সাবধান,
পাপ মোচনের তরে মাহে রমাদ্বান।
==================


রমাদ্বানের চাঁদ
ইব্রাহিম হোসেন


রামাদ্বানের চাঁদ উঠিলো
নীল গগনে ভেসে,
মুমিন পেলো খুশির বাণী
উঠলো সবে হেসে।


রহমতের দ্বার খুলিলেন
প্রভু মালিক সাঁই,
আমরা পাপী পরিত্রাণে
পাপের ক্ষমা চাই।


সেহরি খাবে বান্দা সবে
রাখবে দিনে রোজা,
তারাবি পড়ে করবে দোয়া
ঈমান হবে সোজা।


প্রভু দিলেন এ নিয়ামত
গাফেল থেকো নাকো,
তাঁর হুকুম পালন করে
তাঁর স্মরণে থাকো।


ভাগ্য হলো প্রসন্ন যে
দূরে মনের কালো,
রমাদানের এ অসিলায়
জগৎ নূরে আলো।
===========