মহিমান্বিত রজনী
ইব্রাহিম হোসেন


এলো আবার বছর ঘুরে বিশ্ববাসীর দ্বারে,
ভাগ্য খুলে দিতে মুমিন বান্দা বান্দীর তরে।


এই রাতের ফজিলতের নাই যে কোন সীমা,
আল্লাহ তাঁর বান্দাদের করে থাকেন ক্ষমা ।


জাগো জাগো বিশ্ব মুমিন বিশ্ব মুসলমান,
এই রাতেতে আল্লাহ ডাকুন দিবেন অনুদান।


ক্ষমার দুয়ার খুলে দেন আল্লাহ নিজের গুনে,
কাঁদো-কাঁদো বান্দা তুমি পাপের অনুস্বরণে।


আল্লাহ বড় মেহেরবান আল্লাহ দয়াবান,
বান্দাদের পাপ মোচনে মাস টা দিলেন শা'বান ।


শাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাত,
বিশ্ব মু'মিন জানেন একে লাইলাতুল বারাত।


নামাজ পড়ো, কোরআন করো, করো জিকির মাওলার ;
নবীর নামে দুরুদ পড়ো রাত পোহাবে তোমার।


ক্ষমা করে থাকেন আল্লাহ এই রাতে যে সবার ,
নাই যে ক্ষমা তাদের যারা ব্যভিচারী জেনাকার ।


সুদ খোর, ঘুষখোর, মদ্যপায়ী যারা,
পিতা মাতার অবাধ্য ভবে সর্বহারা ।


ভাগ্যলিপির কাজে যারা গণক জুয়ারি,
নাই যে ক্ষমা তাদের কভু খোদার শিরক-কারী।


ভাগ্যহীন কপালপোড়া এই ভুবনে তারা ,
উল্লেখিত কাজের গোলাম নাফস্ কে করে যারা ।