মামার বাড়ি চল্
মোঃ ইব্রাহিম হোসেন


খোকন যাবে মামার বাড়ি
ইচ্ছে মনে তাই,
মামার বাড়ির ইলিশ মাছের
নাই তুলনা নাই।


খোকার মামা জেলের প্রধান
নৌকায় ধরে মাছ,
তাই তো খোকন ছাড়তে নারাজ
তার মামর- ই পাছ।


ছোট্ট খোকার মন মানে না
ছুটে যেতে চায়,
মামার সাথে ধরবে ইলিশ
পদ্মা নদীর নায়।


মামার বাগান ফলে ভরা
লিচু, কলা, জাম,
বৈশাখী ঝড় আসলে ধেয়ে
কুড়ায় ঝরা আম।


ওই ছেলেরা ওই মেয়েরা
মামার বাড়ি চল,
তেঁতুল গাছের দেখলে তেঁতুল
আসবে জিভে জল।